Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০২৩

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প

ক্রম.

প্রকল্পের বিবরণ

১।

প্রকল্পের নাম

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ওকাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প

২।

প্রকল্প পরিচালকের নাম ও ই-মেইল

মোঃ জসীম উদ্দীন,  (উপসচিব)

mp@chtdb.gov.bd

৩।

বাস্তবায়নকারী সংস্থা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

৪।

প্রকল্প বাস্তবায়নকাল

জুলাই-২০২০ হতে জুন-২০২৫ খ্রি. পর্যন্ত

৫।

প্রাক্কলিত ব্যয়

৪১০৪.৯০ লক্ষ টাকা

৬।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

২,০০০ কৃষক পরিবারকে অন্তর্ভূক্ত করে ১.০০ একরের ৮০০ টি কফি ও ১,২০০ টি কাজুবাদাম বাগান সৃজনের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি।

৭।

প্রকল্পের মোট উপকারভোগীর সংখ্যা

২,০০০ টি কৃষক পরিবার

৮।

প্রকল্প এলাকা:

ক) উপজেলার নাম

খ) ইউনিয়নের নাম

রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, কাপ্তাই ও জুরাছড়ি উপজেলা।

খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলা।

বান্দরবান জেলার বান্দরবান সদর, রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা।

৯।

প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা

 

১.০০ একর করে ৮০০টি কফি ও ১,২০০ টি কাজুবাদাম বাগান সৃজনের মাধ্যমে ২,০০০ পরিবারের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কফি ও কাজুবাদাম চাষ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনা বিষয়ে ২,০০০ কৃষকের দক্ষতা উন্নয়ন ৫০০ জন কৃষকের উদ্বুদ্ধকরণ ভ্রমণ          ২০০ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা।                                                                                 ১০টি GFS ও ১২ টি পানির উৎস ও ১৫ টি ড্রিপ ইরিগেশন সৃষ্টির মাধ্যমে পানি সরবরাহের সুযোগ সৃষ্টি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার প্রান্তিক কৃষকগন উপকৃত হবেন।

১০।

কৃষি প্রকল্পের ক্ষেত্রে:

কত হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হবে ?

২০০০ একক

১১।

জুন/২০২৩ পর্যন্ত অগ্রগতি (%) ৪২%

১২।

 ছবি 

 

১৩।

ভিডিও